সপ্তাহে দর পতনের শীর্ষে ছিল যারা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মিথুন নিটিং। সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ১৮ দশমিক ৫২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৬ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৩২ হাজার ২০০ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৬৫ হাজার টাকা। জিকিউ বল পেন তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ লাখ ৫১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, তাকাফুল ইসলামি ইন্সু্যরেন্স, ইউনাইটেড ইন্সু্যরেন্স, ইউনাইটেড পাওয়ার, গেস্নাবাল ইন্সু্যরেন্স ও ব্যাংক এশিয়া।