সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪ লাখ ৯৬ হাজার ২১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স। কোম্পানিটির ২ লাখ ৯১ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ১২ লাখ টাকা। বাংলাদেশ সাবমেরিন কেবল তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৫ লাখ ৩১ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৬ হাজার টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ৮০ লাখ ৫৬ হাজার ৩১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা। মুন্নু সিরামিক ডায়িং তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ২১ লাখ ৫৯ হাজার ৪৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মাসিউটিক্যালস, স্ট্যাইল ক্রাফট, সোনার বাংলা ইন্সু্যরেন্স, জেএমআই সিরিঞ্জ ও সামিট পাওয়ার।