ওয়ালটন ফ্রিজ কিনে ৩০ লাখ টাকা পেলেন তিন জেলার ক্রেতা

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেয়েছেন তিন জেলার আরও তিনজন ক্রেতা। তারা হলেন কিশোরগঞ্জের গৃহবধূ শিল্পী আক্তার, হবিগঞ্জের কলেজছাত্রী হুমায়রা আক্তার পিংকি এবং সিলেটের বাসচালক এনামুল হক। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর-এ 'কে হবেন আজকের মিলিয়নিয়ার' অফারের আওতায় এ টাকা পান তারা। শিল্পী আক্তার গত ২ আগস্ট বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ওয়ালটনের পরিবেশক শোরুম 'উদয়ন ইলেকট্রনিকস ও সোশ্যাল মার্কেটিং' থেকে ১৭ সিএফটির একটি ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করলে তার মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। গত ৩ আক্টোবর (বৃহস্পতিবার) শিল্পী আক্তারের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট ধারাভাষ্যকার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম, ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, পিরিজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, উদয়ন শোরুমের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন মান্নান ও স্থানীয় সাংবাদিক নাসরুল আনোয়ার। ওয়ালটন সূত্রে জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি, ব্যাপক বিদু্যৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সৃজনশীল ডিজাইনের গেস্নাবাল মডেলের ফ্রিজ তৈরি করছে ওয়ালটন। এসব ফ্রিজের ডিজাইন, উৎপাদন এবং বিশ্বব্যাপী বিপণন নিয়ে কাজ করছেন ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞরা। সে জন্য উৎপাদন প্রক্রিয়া, গবেষণা ও উন্নয়ন (আরএনডি), মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোলসহ (কিউসি) বিভিন্ন বিভাগে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ। ওয়ালটন পণ্য আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিশ্চিত হওয়ার পর বাজারজাত করা হয়।