দর বাড়ার শীর্ষে মিউচু্যয়াল ফান্ডের আধিপত্য

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার তালিকা মিউচু্যয়াল ফান্ডের দখলে। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই মিউচু্যয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচু্যয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ১ টাকা বা ৯.৮০ শতাংশ। তথ্য অনুযায়ী, সোমবার ফান্ডটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১ হাজার ১২৮ বারে ৬০ লাখ ৬৯ হাজার ১১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৫ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচু্যয়াল ফান্ড। গতকাল ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ২৮১ বারে ১০ লাখ ১৯ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৫৮ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইম্পলোয়েজ প্রভিডেন্ড মিউচু্যয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- আইসিবি অগ্রণী ব্যাংক মিউচু্যয়াল ফান্ড, ইস্টার্ন কেবলস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড, প্রাইম টেক্সটাইল, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচু্যয়াল ফান্ড।