বিদেশি বিনিয়োগ আকর্ষণে ডিএসইর 'ভি-নেক্সট'

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে 'ভি-নেক্সট' নামে একটি অনলাইন পস্নাটফর্ম চালু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার রাতে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের উদ্বোধন করেন। 'ভি-নেক্সট' অনলাইন পস্নাটফর্মের মাধ্যমে বাংলাদেশি কোম্পানি ও প্রকল্পগুলোর সঙ্গে চীনসহ অন্যান্য দেশের বিনিয়োকারীদের মধ্যে সংযোগ স্থাপন হবে। ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর কৌশলগত চুক্তির আওতায় ইসু্যয়ার ও যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি অনলাইন পস্নাটফর্ম হচ্ছে 'ভি-নেক্সট' পস্নাটফর্ম। বিনিয়োগযোগ্য কোম্পানি বা প্রকল্পের অনুসন্ধানে এখন পর্যন্ত বিশ্বের ৩৯টি দেশের বিনিয়োগকারীরা 'ভি-নেক্সট' পস্নাটফর্মে নিবন্ধিত হয়েছেন। এই পস্নাটফর্ম ব্যবহার করে বিদেশি বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি অতালিকাভুক্ত কোম্পানিতেও বিনিয়োগ করতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফপি-বি প্রোগ্রামের টিম লিডার ফয়সাল হোসাইন, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রমুখ।