২০ হাজার কর্মীর পেনশন সুবিধা স্থগিত করছে জিই

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক প্রায় ২০ হাজার বেতনভুক্ত কর্মীর পেনশন স্থগিতের ঘোষণা দিয়েছে জেনারেল ইলেকট্রিক কোম্পানি (জিই)। সোমবার এক ঘোষণায় এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কোম্পানি। ঋণভারে ধুঁকতে থাকা কোম্পানির অবসর তহবিলের ৮০০ কোটি ডলার ঘাটতি পূরণে এ রকম আরো পদক্ষেপ নিতে চাচ্ছে কোম্পানিটি। খবর রয়টার্স। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপগুলো জিইর পেনশন বাধ্যবাধকতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। গত বছর প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার ৫৮০ কোটি ডলার ঋণের বোঝা কমানোর চেষ্টা করছেন ল্যারি কাল্প। জিইর ত্রৈমাসিক ডিভিডেন্ড এক পেনি কমিয়ে এনেছে এবং নন-কোর ব্যবসাগুলো বিক্রি করে দিয়েছে বা বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। কোম্পানিটি তাদের প্রধান পণ্য; বিদু্যৎকেন্দ্র, জেট ইঞ্জিন, উইন্ডমিল এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সেবা সরবরাহে মনোযোগী হবে। জিইর পেনশন পরিকল্পনা তাদের সবচেয়ে বড় লায়াবিলিটিজ। ২০১৮ সালের শেষের দিকে তা ২ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যেসব মার্কিন কর্মীর পেনশন সুবিধা স্থগিত করা হচ্ছে, তারা ২০২১ সালে সুনির্দিষ্ট অর্থ সুবিধা পাবেন, যা ৪০১ (কে) পরিকল্পনা হিসেবে পরিচিত। বিদু্যৎকেন্দ্রের গ্যাসের টারবাইনের চাহিদায় শ্লথগতিতে কোম্পানিটি দীর্ঘদিন ধরেই মুনাফায় ফিরতে হিমশিম খাচ্ছে। এছাড়া বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিংয়ের ফলে জেট ইঞ্জিন বিক্রি কমে যাওয়ায় ১০০ কোটি ডলার লোকসান গুনেছে জিই। দীর্ঘমেয়াদি কেয়ার ইন্সু্যরেন্স ব্যবসার লায়াবিলিটিজ কভারে ১ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ করেছে কোম্পানিটি।