তিন মাসের সর্বোচ্চে গমের দাম

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আন্তর্জাতিক বাজারে গমের দামে চাঙা ভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গমের দাম বেড়ে তিন মাসের সর্বোচ্চে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের প্রধান গম উৎপাদনকারী অঞ্চলে হঠাৎ মাত্রাতিরিক্ত ঠান্ডা পড়েছে। এতে উৎপাদন ব্যাহত হয়ে সরবরাহ সংকট তৈরির আশঙ্কায় দাম বেড়ে গেছে কৃষিপণ্যটির। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার। এ সময় সিবিওটিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ ডলার ১৫ সেন্টে উন্নীত হয়, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯ জুলাই খাদ্যপণ্যটির দাম দশমিক ২ শতাংশ বেড়ে ৯ ডলার ৩০ সেন্টে বিক্রি হয়েছিল। এদিকে এ সময় সিবিওটিতে সয়াবিনের দাম বুশেলপ্রতি দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯ ডলার ৩০ সেন্টে। ভুট্টার দাম দশমিক ১ শতাংশ বেড়ে কেনাবেচা হয় ৩ ডলার ৯২ সেন্টে। তবে কার্যদিবস শেষে উভয়ের গড় দাম আগের দিনের তুলনায় কমে আসে যথাক্রমে দশমিক ৬ শতাংশ ও দশমিক ৪ শতাংশ। ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কৃষি ব্যবস্থাপনাবিষয়ক অর্থনীতিবিদ ফিন জিবেল বলেন, বৈশ্বিক চাহিদা অনুপাতে আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ বর্তমানে ঠিকই আছে।