সপ্তাহজুড়ে বস্নক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্নক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৩ কোটি ৪০ লাখ ৮২ হাজার টাকা। \হলংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বস্নক মার্কেটে সবচেয়ে বেশি লেনেদেন হয়েছে বিকন ফার্মার শেয়ার। এই কোম্পানির ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরে পপুলার লাইফ ইন্সু্যরেন্সের ৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সামিট পাওয়ার ৮ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। বস্নকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সিটি জেনারেল ইন্সু্যরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, গ্রিনডেল্টা মিউচু্যয়াল ফান্ড, ন্যাশনাল টিউবস, শাশা ডেনিমস, ওয়াটা কেমিক্যাল, ব্যাংক এশিয়া, গস্নাক্সোস্মিথক্লাইন, গ্রামীণফোন, বিএসআরএম লিমিটেড, রেনেটা, রূপালী ইন্সু্যরেন্স, এসকে ট্রিমস, এসএস স্টিল, মার্কেন্টাইল ইন্সু্যরেন্স, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, কপারটেক ইন্ডাস্ট্র্রিজ, এইচআর টেক্সটিইল, ইনটেক, ন্যাশনাল পলিমার ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।