শেয়ার বিক্রি করবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা হারুন-উর-রশিদ তার হাতে থাকে কোম্পানির ৩ কোটি ১৭ লাখ ১ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ২৮ লাখ ৮১ হাজার ৯৩৪টি শেয়ার বিক্রি করবেন। ৩১ অক্টোবরের মধ্যে বিদ্যমান বাজারদরে এ লেনদেন সম্পন্ন হবে। ২০০৩ সালে শেয়ারবাজারে আসা স্ট্যান্ডার্ড ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ৯৫ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৪৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০১৯ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা। প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির ইপিএস হয়েছে ৯ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক।