বেবি পাউডার প্রত্যাহার করছে জেঅ্যান্ডজে

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার প্রত্যাহার করে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো ওই পণ্যে ত্বকের জন্য ক্ষতিকর উপাদান অ্যাজবেসটসের উপস্থিতি পাওয়ায় এ পদক্ষেপ নিচ্ছে জেঅ্যান্ডজে। খবর রয়টার্স। প্রত্যাহারের এ সংবাদে নিউইয়র্ক শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদর ৬ শতাংশ কমে ১২৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে, যা ২০১৮ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন। অ্যাজবেসটসের উপস্থিতির কারণে এই প্রথম জেঅ্যান্ডজে তাদের বহুল জনপ্রিয় বেবি পাউডার বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে। এছাড়া মার্কিন নীতিনির্ধারকরাও প্রথমবারের মতো জেঅ্যান্ডজে বেবি পাউডারে অ্যাজবেসটসের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে। অ্যাজবেসটস একটি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে পরিচিত, প্রাণঘাতী মেসোথেলিয়মার সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে। ৩৩ হাজার বোতল বেবি পাউডার প্রত্যাহারের বিষয়টি ১৩০ বছরের পুরনো কোম্পানিটির জন্য সর্বশেষ ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যার বিরুদ্ধে হাজারো মামলা ঝুলছে। বেবি পাউডারের পাশাপাশি অপিওয়েড, চিকিৎসাসামগ্রী ও অ্যান্টিসাইকোটিক রিসপারডালের জন্য মামলাগুলো চলছে জেঅ্যান্ডজের বিরুদ্ধে। রিসপারডালের ঝুঁকি পাত্তা না দেয়ায় গত সপ্তাহে একটি আদালত জেঅ্যান্ডজের বিরুদ্ধে ৮০০ কোটি ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছেন।