রাজস্ব খাতে বিআরটিএ

৫ বছরে আয় সাড়ে ৭ হাজার কোটি টাকা

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

কিশোর সরকার
রাজস্ব খাতে ব্যাপক অবদান রেখেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ৫ বছরে রাজস্ব আয় করেছে ৭ হাজার ৫০৬ কোটি ৭৮ লাখ ৯২ হাজার টাকা। যানবাহন নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুটপারমিট, নাম্বার পেস্নট ও জরিমানা বাবদ এ রাজস্ব আয় করেছে বলে বিআরটিএ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৬২ কোটি ২৯ লাখ ১৯ লাখ, ২০১৫-১৬ অর্থ বছরে এক হাজার ৬১৯ কোটি ১ লাখ ৭১ হাজার, ২০১৬-১৭ অর্থবছরে এক হাজার ৪৭০ কোটি ১৮ লাখ ৬৩ হাজার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৫৪৫ কোটি ৬ লাখ ৭৪ হাজার এবং ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৮১০ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা রাজস্ব আয় করে। বাড়ছে সেবার মানও। দুর্ঘটনা রোধে প্রতিটি সড়ক মহাসড়কে পুলিশ, জেলা প্রশাসন ও বিআরটিএর বিভাগীয় কর্মকর্তা ম্যাজিস্ট্রেট ও মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে প্রতি মাসে কমপক্ষে দুই বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ। এছাড়া গণশুনানির মাধ্যমে পর্যালোচনা করে গ্রাহক সেবা নিশ্চিত করা চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জনসচেতনতামূলক সভা ও 'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়'- এ স্স্নোগানে আজ পালন করবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ নিয়ে তৃতীয়বারের মতো দিবসটি পালন করতে যাচ্ছে বিআরটিএ।