পদ্মা ব্যাংকের রিকভারি সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঋণ আদায়ের লক্ষ্যে সরকারের নতুন নীতিমালা এবং ঋণ আদায় ব্যবস্থা ত্বরান্বিত করতে পদ্মা ব্যাংক লিমিটেডের দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। শনিবার পদ্মা ব্যাংক লিমিটেডের মিরপুরস্থ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু বলেন, ঋণ আদায়ে এখন জিরো টলারেন্স পন্থা অবলম্বন করা হবে নতুবা ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক। সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও মো. সাহাদাৎ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রিকভারি বিভাগের প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী (এসইভিপি), প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রিকভারি জোনের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা। বিজ্ঞপ্তি