ব্র্যাক ব্যাংক কার্ডধারীদের বাসটিকিট কেনার সুবিধা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্র্যাক ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদের জন্য টপআপ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। টপআপ লিমিটেডের সার্ভিসগুলোর মধ্যে আছে সহজ অনলাইন উপায়ে মোবাইল রিচার্জ এবং বাস ও সিনেমার টিকিট কেনা। চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিটকার্ডধারী সকল গ্রাহক টপআপ অ্যাপের মাধ্যমে বাসটিকিট কাটলে তার অর্থমূল্যের ১০% (সর্বোচ্চ ৫০ টাকা) রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করতে পারবেন। 'ব্র্যাক ব্যাংক' প্রোমো কোড ব্যবহার করে ক্রেতারা ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে সর্বোচ্চ দুইবার এই সুযোগটি নিতে পারবেন। পরে এই রিওয়ার্ড পয়েন্টগুলো ৫০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ হিসেবে নেয়া যাবে। ৩১ অক্টোবর ব্যাংকের কেন্দ্রীয় অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং টপআপ লিমিটেডের কো-ফাউন্ডার এবং সিটিও দ্বীন ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাংক ব্যাংকের পক্ষ থেকে হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স সিরাজ সিদ্দিকী (শাকিল), হেড অব প্রডাক্টস-ডিপোজিটস অ্যান্ড এনএফবি সারাহ আনাম, হেড অব প্রডাক্টস-ক্রেডিট কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ সরকার, আর টপআপ-এর দিক থেকে ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মালিহা হাবিব। বিজ্ঞপ্তি