কমার্স ব্যাংকের যশোর রূপদিয়া শাখার উদ্বোধন

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৬৪তম 'রূপদিয়া শাখা'টি ৭ নভেম্বর বৃহস্পতিবার অত্যাধুনিক সকল ব্যাংকিং সুবিধাসহ উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল খালেক খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি এবং পর্ষদ নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, অত্র শাখার শাখা ব্যবস্থাপক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ। প্রধান অতিথি ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, যশোরের রূপদিয়া শাখাটি দ্রম্নততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকবৃন্দের মন জয় করতে পারবে। তিনি দেশের সকল অঞ্চলে বাংলাদেশ কমার্স ব্যাংকের সেবাকে দ্রম্নত সম্প্রসারণ করার কথা ব্যক্ত করেন, পাশাপাশি তিনি গ্রাহকসেবার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের কথা সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, সর্বাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ নতুন শাখাটি অত্র এলাকার অর্থনীতিকে আরও বেগবান করতে যথাযথ ভূমিকা পালন করবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল খালেক খান তার বক্তব্যে যশোরের রূপদিয়া এলাকাটিকে একটি ক্রমবর্ধিষ্ণু ব্যবসায়িক এলাকা হিসেবে অবহিত করে বলেন, শাখাটি ব্যাংকিং নিয়মের মধ্যে থেকে এলাকার গ্রাহকবৃন্দকে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ। গ্রাহকবৃন্দকে সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিতকল্পে তিনি শাখা ব্যবস্থাপকসহ শাখার সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে চলতি বছর আরও নতুন ৩টি শাখা খোলাসহ ব্যাংকের বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারিত করার পরিকল্পনার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন। সর্বশেষে ব্যাংকের কার্যক্রম ও অগ্রগতির জন্য মহান আলস্নাহতায়ালার অশেষ রহমত কামনা করা হয়। বিজ্ঞপ্তি