শেয়ারবাজারে দুর্বল কোম্পানির দাপট

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
টানা মন্দা অবস্থা থেকে গত সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এ পরিস্থিতিতে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে দুর্বল কোম্পানির শেয়ার। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে চারটি স্থানই দখল করেছে পচা বা 'জেড'গ্রম্নপের কোম্পানি। এছাড়া বাকি ছয়টির মধ্যে তিনটি রয়েছে 'বি' গ্রম্নপের প্রতিষ্ঠান। আর ভালো কোম্পানি বা 'এ' গ্রম্নপের প্রতিষ্ঠান রয়েছে তিনটি। তবে 'এ' গ্রম্নপের এ প্রতিষ্ঠানগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে। সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে। মূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মাত্র ৩ কোটি ৪ লাখ ৯১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৬০ লাখ ৯৮ হাজার টাকা। এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৩৫ দশমিক শূন্য ৭ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১২ টাকা ১০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩৪ টাকা ৫০ পয়সা। শেয়ারের এমন দাম হলেও ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস খুব একটা ভালো না। শেয়ারহোল্ডাদের নামমাত্র লভ্যাংশ দেওয়ার কারণে কোম্পানিটির বর্তমান স্থান 'বি' গ্রম্নপে। ২০১৫ ও ২০১৬ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদরে ৫ শতাংশ করে লভ্যাংশ দিলেও ২০১৭ সালে কোন ধরনের লভ্যাংশ দেয়নি। এরপর ২০১৮ সালে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডাররা ৩ শতাংশ নগদ লভ্যাংশ পায়। ডিএসইর তথ্য অনুযায়ী, ১৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৫৪ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৩৩ দশমিক ৯৫ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৩২ শতাংশ শেয়ার আছে। হাক্কানি পাল্পের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল জেড গ্রম্নপের প্রতিষ্ঠান ডেল্টা স্পিনিং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৭ দশমিক শূন্য ৩ শতাংশ। এরপরেই রয়েছে জেড গ্রম্নপের আর এক প্রতিষ্ঠান জিবিবি পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক ৮৯ শতাংশ। এর পরের স্থানটিতেও রয়েছে জেড গ্রম্নপের প্রতিষ্ঠান। ২২ দশমিক ২২ শতাংশ দাম বেড়ে সপ্তহটিতে দাম বাড়ার শীর্ষ চারে স্থান করে নিয়েছে সমতা লেদার। সপ্তাহজুড়ে দাম বাড়ার শীর্ষ তালিকায় পঞ্চম স্থান দখল করেছে 'এ' গ্রম্নপের প্রতিষ্ঠান সুহৃদ ইন্ডাস্ট্রিজ। এ গ্রম্নপের প্রতিষ্ঠান হলেও এ কোম্পানিটির মান নিয়ে প্রশ্ন আছে।