টানা তিনদিন সূচক কমে সপ্তাহ শেষ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। মূল্যসূচকের সঙ্গে লেনদেনও কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্টের মতো কমেছে। চট্টগ্রামে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৯ পয়েন্টের বেশি। এ নিয়ে টানা তিন দিন সূচক পড়ল বাজারে। এই তিন দিনে ডিএসইএক্স কমেছে ৭২ পয়েন্ট। দীর্ঘদিন পর গত সপ্তাহ একটা 'স্বস্তির' সপ্তাহ পার করার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছিল। কিন্তু চলতি সপ্তাহে ফের দরপতনের ধারায় ফিরে এসেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার সরকারি ছুটি থাকায় সোমবার হয় সপ্তাহের প্রথম লেনদেন। ঔ দিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫৫ পয়েন্ট বাড়লেও লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে আসে। মঙ্গলবার এই সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট কমে। আর বুধবার পড়েছে ৪২ পয়েন্ট। বাজারের সার্বিক অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলো তাদের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা প্রকাশ করা শুরু করেছে। এর বেশ কিছু কোম্পানির মুনাফা গত বারের চেয়ে খারাপ হয়েছে। এ কারণে সেই শেয়ারগুলোর দাম একটা সমন্বয় হচ্ছে এবং বাজারে সূচকও কমছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১০ দশমিক ৩৬ পয়েন্টে। বাজারের সার্বিক অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলো তাদের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা প্রকাশ করা শুরু করেছে। এর বেশকিছু কোম্পানির মুনাফা গত বারের চেয়ে খারাপ হয়েছে। এ কারণে সেই শেয়ারগুলোর দাম একটা সমন্বয় হচ্ছে এবং বাজারে সূচকও কমছে।