দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই :শিল্প প্রতিমন্ত্রী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) টুল এন্ডটেকনোলজি ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এম পি। বিটাকের টুল এন্ডটেকনোলজি ইনস্টিটিউট এর মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সহায়তা প্রদানকরার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতি মন্ত্রী দেশের উন্নয়নে শিল্প খাতের ভূমিকা ও শিল্প উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে আলোচনা করেন। শিল্প ক্ষেত্রে বিটাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উলেস্নখ করে প্রতিমন্ত্রী বলেন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প কোন নেই। বিটাকের ট্রেনিং গ্রহণ করে অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া মন্ত্রী শিল্প খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিওনার্স এসোসিয়েশন কে সকল ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান। মহাপরিচালক তার বক্তব্যে শিল্প ক্ষেত্রে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন 'লাইট ইঞ্জিনিয়ারিং হলো মাদার অফ অল ইন্ডাষ্ট্রি'। এই সেক্টরের সাথে সম্পৃক্ত সকলকে তিনি স্বল্পমূল্যে বিটাক থেকে প্রশিক্ষণ নেওয়ার আহবান জানান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সৈয়দ মো. ইহসানুল করিম, প্রকল্প পরিচালক, টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন, পরিচালক, আইএটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিটাকের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিওনার্স এসোসিয়েশনের পক্ষে প্রতিষ্ঠানের সভাপতি মো. আবদুর রাজ্জাক। এছাড়া অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় ও বিটাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি