রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ আদায়ে ব্যর্থ :গভর্নর

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে কেউই খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে ভবিষ্যতে ব্যবস্থাপনা পরিচালকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঋণ আদায়ের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর বৈঠক শেষে এসব তথ্য জানা যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। বৈঠক সূত্রে আরও জানা যায়, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবাই ঋণ বিতরণ ক্ষেত্রে ৯% নীতিমালা বাস্তবায়ন করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৬% সুদে আমানত পাচ্ছে না তারা। আমানত সংগ্রহে সবগুলো ব্যাংকই চাপের মুখে রয়েছে। তবে যেসব গ্রাহক সরকারি ব্যাংকের প্রতি অতিরিক্ত বিশ্বস্ত তাদের মধ্যে কেউ কেউ টাকা রাখছেন। সঞ্চয়পত্রের সুদের হার বেশি হয় এই জায়গাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি ব্যাংকগুলো। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংকগুলোর বিভিন্ন আর্থিক সূচক নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। চুক্তি অনুযায়ী উভয় ব্যাংকের জন্য চলতি বছরে বেশ কয়েকটি টার্গেট নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে উলেস্নখযোগ্য খেলাপি বা শ্রেণিকৃত ঋণ থেকে নগদ আদায়। বিশেষ করে শীর্ষ ২০ খেলাপি, অবলোপনকৃত ঋণ থেকে নগদ আদায়, কৃষি ও এসএমই ঋণ বিতরণ, অন্যান্য বিনিয়োগ, পরিচালন মুনাফা অর্জন, লোকসানি শাখার সংখ্যা হ্রাস, রিট মামলা নিষ্পত্তি, অর্থঋণ ও অন্যান্য মামলা নিষ্পত্তি, বিভাগীয় মামলা নিষ্পত্তি, শাখাগুলোকে অনলাইনের আওতায় আনাসহ বিভিন্ন আর্থিক সূচকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়।