রাজধানীতে 'তারা বিজনেস ওনার্স ফেয়ার' শুরু

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে বেসরকারি ব্যাংকের উদ্যোগে শুরু হয়েছে দুইদিনব্যাপী 'তারা বিজনেস ওনার্স ফেয়ার'। শুক্রবার রাজধানীর গুলশানে লিটল স্টেপস প্রি স্কুলে মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আরএফ হুসেইন, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানান খান, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক রোজিনা আকতার মোস্তাফি, উইমেন চেম্বারের ট্রেজারার সঙ্গীতা খান। অনুষ্ঠানে রোজিনা আকতার মোস্তাফি বলেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আমি নারী মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। বিশেষভাবে ধন্যবাদ আজকের নারী উদ্যোক্তাদের। নারীর দৃশ্যমান অগ্রগতি দেখে আমি অনেক বেশি আশান্বিত। ফারজানা খান বলেন, আমার খুবই ভালো লেগেছে যে, ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের নিয়ে একটি মেলারও আয়োজন করেছে। সঙ্গীতা খান বলেন, ব্র্যাক ব্যাংক এই মেলার মাধ্যমে একটি পস্ন্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমি শুধু একটি কথা বলবো, স্বপ্ন বাস্তবায়নের জন্য কমিটমেন্ট ঠিক রাখতে হবে। অনলাইনে বিক্রি করা পণ্যগুলো যেন ভালো হয়। অনেক সময় অন্যরকম পণ্যও চলে আসে।