সন্ত্রাসবাদে বিশ্বের ক্ষতি এক লাখ কোটি ডলার :মোদি

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা সন্ত্রাসবাদ। এই ত্রাসের জন্য বিশ্বঅর্থনীতিতে এক লাখ কোটি ডলারের ক্ষতি হয়েছে। শুক্রবার ব্রিকস সম্মেলনের 'পেস্ননারি সেশনে' একথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া ১১তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্রাজিলে যান নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে প্রাধান্য পাচ্ছে সন্ত্রাস দমন এবং ডিজিটাল ইকোনমির বিষয়টি। সন্ত্রাস দমনের বিষয়টি নিয়ে ব্রিকস সম্মেলনে প্রথম সেমিনার আয়োজনের জন্য মোদি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, মাদক পাচার, সন্ত্রাসে অর্থায়ন, সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসের ফলে যে সন্দেহের আবহ সৃষ্টি হয়, তা পরোক্ষভাবে ব্যবসা-বাণিজ্যে গভীর ক্ষতি ডেকে আনে। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে সন্ত্রাসবাদীরা ক্রমাগত বাধার সৃষ্টি করছে উলেস্নখ করে মোদি বলেন, সন্ত্রাস গোটা বিশ্বে ভয়ের আবহ তৈরি করছে। সন্ত্রাসবাদের কারণে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক উন্নয়ন এক দশমিক পাঁচ শতাংশ কমেছে। তাছাড়া, সন্ত্রাসের কারণে ১০ বছরে প্রায় দুই লাখ ২৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং সমাজ ধ্বংস হয়েছে।