ভারতে অ্যামনেস্টির দুই কার্যালয়ে অভিযান সিবিআইয়ের

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের' ভারতে অবস্থিত দুই কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিবিআই। সরকারের দাবি, বিদেশি তহবিল সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তের অংশ হিসেবে শুক্রবার সংস্থাটির ব্যাঙ্গালুরু ও দিলিস্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সংবাদসূত্র : ডয়চে ভেলে অ্যামনেস্টির দাবি, ভারতের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনার কারণেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে দিলিস্ন। সিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে অর্থ নিয়েছে এর ভারতীয় শাখা। তারা 'ফরেন কন্ট্রিবিউশন' (রেজুলেশন) আইন-২০১০ ও ভারতীয় পেনাল কোডের লঙ্ঘন করেছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিবিআই মামলা করার পর ওই দুই কার্যালয়ে অভিযান চালানো হয়। ২০১৮ সালে অ্যামনেস্টির বিরুদ্ধে বিদেশি তহবিল আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। তখন তাদের ব্যাংক হিসাব জব্দ করে ভারতের অর্থনৈতিক অপরাধ তদন্ত সংস্থা 'দি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট' (ইডি)। আর আগে মোদি সরকারের কিছু পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, 'বিগত বছরগুলোতে ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইনডিয়া।' ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে আরোপিত বিধিনিষেধ ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে সংস্থাটি। সম্প্রতি আসামের কথিত নাগরিক তালিকারও কঠোর সমালোচনা করেছে অ্যামনেস্টি।