ইমরানের মন্তব্য

নওয়াজের শারীরিক অবস্থাই গুরুত্বপূর্ণ

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
নওয়াজ শরিফ ইমরান খান
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি তার কোনো ক্ষোভ নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে কারণেই রাজনীতির চেয়ে নওয়াজের (৬৯) শারীরিক অবস্থাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ইমরান খান। তার আগে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরিফ সতর্ক করে বলেছেন, যদি প্রশাসন তার ভাইয়ের নাম 'নো ফ্লাই' তালিকায় রাখে এবং তার ভাইয়ের যদি কিছু হয়, তবে তার জন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান। শেহবাজ শরিফ এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করার পরই ইমরান জানিয়েছেন, নওয়াজের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক বৈঠকে ইমরান খান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে নওয়াজ শরিফের পরিবারকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তবে নওয়াজের পরিবার তার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বলে দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান। বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নওয়াজ শরিফকে বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়ার অনুমতি দিয়েছে। কিন্তু এখনো তিনি বিদেশে যেতে পারেননি। সংবাদসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন