ভোলায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভোলা প্রতিনিধি ভোলায় ৪ দিনব্যাপী আয়কর মেলা-২০১৯ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। পরে জেলা পরিষদ হল রুমে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচন অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে আয়কর প্রদান করা যাবে। মেলা শেষ হবে আগামী ২০ অক্টোবর। আলোচনা সভায় বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আখনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুূপার সরকার মো. কায়সার, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা কর সার্কেল ১০ ও ১১ এর সহকারী কর কমিশনার মাসুম বিলস্নাহ, আয়কর আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার সাহা, জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি অবিনাশ নন্দী। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বনির্ভর অর্থনীতির প্রধান হাতিয়ার রাজস্ব আদায়। অর্থনীতির গতি চলমান রাখার ক্ষেত্রে আয়করের বিকল্প নেই। এর মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব। এ মেলা করদাতাদের কর প্রদানের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করে। দেশের উন্নয়নের স্বার্থে নিয়মিত কর প্রদানের জন্য সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান বক্তারা। মেলা প্রাঙ্গণে জনতা ও সোনালী ব্যাংকের দুটি বুথ রয়েছে। ই-টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা, হেল্প ডেস্ক, মুক্তিযোদ্ধা, নারী ও সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটি বুথসহ বিভিন্ন সেবার ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় প্রথমদিনই কর প্রদানকারীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।