১০ টাকায় ব্যাংক হিসাব

৯ বছরে কৃষকদের সঞ্চয় মাত্র ৩৩৮ কোটি টাকা!

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুবিধা শুরু হয়েছিল ২০১০ সালে। সুবিধার বাইরে থাকা এ জনগোষ্ঠীদের ব্যাংক সেবার আওতায় আনার নয় বছরে সঞ্চয় দাঁড়িয়েছে মাত্র ৩৩৮ কোটি ২০ লাখ টাকা! গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কৃষকদের ব্যাংক হিসাবের প্রকাশিত তথ্যে দেখা যায়, এ সময়ে কৃষকের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮১ হাজার ৫৩৪টি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুনের তুলনায় সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে কৃষকদের ব্যাংক হিসাবে সঞ্চয় বেড়েছে মাত্র ১৯ কোটি ৫৬ লাখ টাকা। জুন শেষে তাদের সঞ্চয় ছিল ৩১৮ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ তিন প্রবৃদ্ধি মাত্র ৬ দশমিক ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কৃষকদের সঞ্চয় বাড়া বা ব্যাংক হিসাবের সংখ্যা বাড়া এটি তাদের সামর্থ্যের ওপর নির্ভর করে। প্রতিবেদনের তথ্য বলছে, সর্বশেষ সেপ্টেম্বর পর্যন্ত কৃষকদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮১ হাজার ৬৩৪টি। জুন শেষে তা ছিল ১ কোটি ৩৬ হাজার ৯০৭টি। তিন মাসের ব্যবধানে ব্যাংক হিসাব বেড়েছে ৪৪ হাজার ৬২৭টি অর্থাৎ প্রবৃদ্ধি দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে এক কোটির বেশি কৃষকের নামে খোলা হিসাবের মধ্যে সরকারি ভর্তুকি পাওয়া অ্যাকাউন্ট রয়েছে ২১ লাখ ৪৪ হাজার ৫২৪টি। এসব হিসাবে জমা আছে ৬৮ কোটি ৪৪ লাখ টাকা। আর পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিতরণ হওয়া ৪০৫ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ৪৭ হাজার ৩২৬টি হিসাবে বিতরণ হয়েছে ১৫৫ কোটি ৪৩ লাখ টাকা। কৃষকদের জমা করা অধিকাংশ অর্থই আছে সরকারি ব্যাংকগুলেতে। এর মধ্যে রয়েছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিডিবিএল, কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত ১০ টাকায় খোলা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে ৩৩৮ কোটি ২০ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ লাখ ৪০ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের। যেখানে জমা আছে ৫৮২ কোটি টাকা। পর্যায়ক্রমে অতিদরিদ্রদের খোলা ২৬ লাখ ৫৭ হাজার অ্যাকাউন্টে জমা আছে ৩৬৫ কোটি টাকা। তৈরি পোশাক শিল্পের ৩ লাখ ১৮ হাজার শ্রমিকের অ্যাকাউন্টে আছে ১৪৮ কোটি ৬৫ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের ২ লাখ ৩৯ হাজার অ্যাকাউন্টে আছে ৩০৮ কোটি টাকা। ২ লাখ ৮ হাজার প্রতিবন্ধীর অ্যাকাউন্টে আছে ৩১ কোটি ৫৪ লাখ টাকা। খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় খোলা ৬৪ হাজার অ্যাকাউন্টে জমা ১ কোটি ৩১ লাখ টাকা। সিটি করপোরেশনের ১০ হাজার ১০৯ পরিচ্ছন্নতা কর্মীর অ্যাকাউন্টে আছে ৭৮ লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয়ের দুস্থ পুনর্বাসনের আওতায় খোলা এক হাজার ৪৫৭ অ্যাকাউন্টে আছে ৩ লাখ ৯১ হাজার টাকা।