রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের সুদহার কমল

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা -ফাইল ছবি
যাযাদি রিপোর্ট রপ্তানি বাণিজ্য বাড়াতে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদহার এক শতাংশ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের 'বৈদেশিক মুদ্রানীতি বিভাগ' এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলারে পাঠিয়েছে। নতুন এ নির্দেশনা ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে ইডিএফ তহবিলের আওতায় লন্ডন আন্তঃব্যাংক হারের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৫০ শতাংশ সুদে ব্যাংক থেকে এ ঋণ নিতে পারবেন রপ্তানিকারকরা, যা আগে লাইবর সঙ্গে ২ দশমিক ৫০ শতাংশ সুদ দিতে হতো। বাণিজ্যিক ব্যাংকগুলো ইডিএফ তহবিলের আওতায় গ্রাহকদের ঋণ দিয়ে থাকে। পরে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংককে লাইবরের সঙ্গে ১ শতাংশ যোগ করে ওই ঋণের অর্থ সরবরাহ করে। নতুন নির্দেশনায় সুদহার লাইবরের সঙ্গে ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সুদহার কমানোর ফলে গ্রাহক পর্যায়ে ইডিএফ ঋণের মোট সুদহার সাড়ে ৩ থেকে চার শতাংশ পর্যন্ত দাঁড়াতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিতে হলে ১২ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হয়। স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেয়ার মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে এ তহবিল তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলারে। রপ্তানি বাণিজ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক স্বল্প সুদের এ ঋণ সরবরাহ করছে। তৈরি পোশাক, কাপড়, সিরামিক্স, পস্নাস্টিক পণ্য রপ্তানিকারকদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়।