বিসিআইসির কেমিক্যাল গোডাউন নির্মাণ প্রকল্প চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
২১ নভেম্বর বিসিআইসির প্রধান কার্যালয়ে সংস্থার নিজস্ব জায়গা ঢাকার শ্যামপুরে 'অস্থায়ী ভিত্তিতে রাসায়নিকদ্রব্য সংরক্ষণের গুদাম নির্মাণ' প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিসিআইসির পক্ষে প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম মাহবুবুর রহমান চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ৪৯,৭৪,৫৮,৭৮৫ টাকা ব্যয়ে ৫৪টি গুদাম নির্মাণকরণ হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ডা. মো. আখতারুজ্জামান, পরিচালক (বাণিজ্যিক) মো. আমিন উল আহসান, পরিচালক (অর্থ) মো. বিলস্নাল হোসেন, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মো. লুৎফর রহমান, পরিচালক (উৎপাদন ও গবেষণা) মো. শাহীন কামাল এবং সংস্থার সচিব মো. আসাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি