৮ হাজার বিও হিসাব বেড়েছে

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন থাকলেও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমছে না বিনিয়োগকারীদের। চলতি বছরের নভেম্বর মাসেও পুঁজিবাজারে বিও হিসাব বেড়েছে। আলোচ্য মাসে এর পরিমাণ বেড়েছে ৮ হাজার ১০০টি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নভেম্বর শেষে মোট বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৭ হাজার ৭৪৬টি। যা অক্টোবর মাস শেষে এর পরিমাণ ছিল ২৫ লাখ ৬৯ হাজার ৬৪৬টি। নভেম্বর মাস শেষে মোট ২৫ লাখ ৭৭ হাজার ৭৪৬ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৫০৫ জন। যা এর আগের মাস শেষে ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৪৮ জন। সেই হিসাবে ১ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীর বিও বেড়েছে ৬ হাজার ৪৫৮টি। আলোচ্য সময়ে নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৫৭৪টি। নারী বিনিয়োগকারী বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ১৩৯টি। এর আগের মাস শেষে যা ছিল ৬ লাখ ৮৪ হাজার ৫৬৫টি। আলোচ্য মাসে কোম্পানি বিনিয়োগকারী বা কোম্পানি বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১০২টিতে। এর আগের মাস শেষে যা ছিল ১৩ হাজার ৩৪টি। এছাড়া এই সময়ে ব্যক্তি হিসাবের পরিমাণ রয়েছে ১৬ লাখ ৩১ হাজার ৬৫৭টি। যৌথ হিসাব ৯ লাখ ৩৩ হাজার ১৩৮টি। প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৫৪৬টি, সাধারণ বিনিয়োগকারীর বিও সংখ্যা ২৪ লাখ ১৯ হাজার ২৪৯টি।