বিমা কোম্পানিতে 'উইমেন্স উইং' খোলার আহ্বান

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
মানসম্পন্ন বিমা পলিসি বিক্রি ও ব্যবসা বাড়াতে বিমা কোম্পানিগুলোতে 'উইমেন্স উইং' খোলার আহ্বান জানিয়েছেন এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য ড. মোশাররফ হোসেন। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বেসরকারি জীবন বিমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইনসু্যরেন্সের 'বর্ষ সমাপনী সম্মেলন-২০১৯'-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, 'বিমা ব্যবসা বাড়ানোর জন্য 'উইমেন্স উইং' খোলা খুবই কার্যকরী একটি পদক্ষেপ। উইমেন্স উইং খুললে কোম্পানির ব্যবসা বাড়বে। তাছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে বেশি স্বচ্ছ। আবার ছেলেদের থেকে মেয়েরা গ্রাহকদের কাছে সহজে যেতে পারেন। এতে মিস সেলিং (ভুল বিমা পলিসি বিক্রি) কম হয়। মিস সেলিং হলে সে বিমা পলিসি টেকে না।' বিমা পেশাকে ভালোবাসার আহ্বান জানিয়ে কর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, 'কোনো পেশাই খারাপ নয়। বিমা একটি সম্মানের পেশা। আপনি আপনার পেশাকে ভালোবাসুন, তাহলে বেনিফিট (লাভ) পাবেন। পেশাকে ভালোবেসে কাজ করলে কোম্পানি লাভবান হবে। দেশের অর্থনীতির উন্নতি হবে। আপনিও আর্থিকভাবে লাভবান হবেন।' তিনি জানান, বিমার পরিধি বাড়ানোর জন্য 'ব্যাংক ইনসু্যরেন্স' চালু করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইডিআরএ কাজ করছে। এজন্য ব্যাংকের সঙ্গে বিমা কোম্পানিগুলোর যোগাযোগ করার আহ্বানও জানান তিনি। সর্বশেষ অনুমোদন পাওয়া জীবন বিমা কোম্পানিগুলো নিয়ে অনুষ্ঠানে হতাশাও প্রকাশ করেন নিয়ন্ত্রক সংস্থার এ সদস্য। তিনি বলেন, 'চতুর্থ প্রজন্মের যে কয়টি কোম্পানি আছে তার মধ্যে দুই-একটি বাদে বাকি সবগুলোই স্ট্রাগল করছে'।