কিংস কনফেকশনারির আউটলেট উদ্বোধন
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
কিংস কনফেকশনারি (বাংলাদেশ) পিটিই লিমিটেডের একটি নতুন আউটলেট সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার মেইন গেটের পাশে উদ্বোধন করা হয় এবং প্রতিষ্ঠানটির ওয়েব সাইটটিও নতুন আঙ্গিকে সাজানো হয়। বাংলাদেশে এই প্রথমবার কিংস বেকারিকে শিল্প হিসেবে কেক ওয়েবসাইট করেছে। যে কোনো কেকের অর্ডারের জন্য িি.িশরহমংনফ.পড়স ভিজিট করতে পারেন। আউটলেটের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম মিয়া। বিজ্ঞপ্তি