মাকির্ন কংগ্রেস সদস্যের সঙ্গে এফবিসিসিআই নেতাদের বৈঠক

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মাকির্ন কংগ্রেস সদস্য জিম বেটসের সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বাসর্ অব কমাসর্ এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতারা ঢাকায় এক বৈঠক করেন। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) সভায় বাংলাদেশের নেতৃত্ব দেন। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যবসায়ী নেতারা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির ক্ষেত্রে বিদ্যমান পুরনো একটি আইন সংশোধনের বিষয়টি উত্থাপন করেন। সভায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রদত্ত জিএসপি সুবিধা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা নিয়েও আলোচনা করা হয়। এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং বিজিএসইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আলোচনায় অংশ নেন। এফবিসিসিআই পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী (রনি) এবং তৈরি পোশাক শিল্পের নেতারা সভায় উপস্থিত ছিলেন।