আরও শেয়ার বিক্রির ঘোষণা এসআইবিএল উদ্যোক্তার

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিদ্যমান বাজারদরে নিজ কোম্পানির আরও ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোক্তা পরিচালক কামালউদ্দীন আহমেদ। কোম্পানিটিতে তার ধারণকৃত শেয়ারের সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ১২। আগামী ৩০ কাযির্দবসের মধ্যে ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে। এর আগে গত ৯ আগস্ট পূবের্ঘাষণা অনুযায়ী ৫ লাখ শেয়ার বিক্রি করেছেন এসআইবিএলের এই উদ্যোক্তা। সবের্শষ প্রকাশিত অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমাধের্ (জানুয়ারি-জুন) এসআইবিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৬ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৮ পয়সা। এদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) এ কোম্পানির ইপিএস হয়েছে ৮ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২৭ পয়সা। লভ্যাংশ হিসেবে সবের্শষ ২০১৭ সালের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার দেয় সোস্যাল ইসলামী ব্যাংক। গেল বছর তাদের ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। সে বছর ইপিএস ছিল ৩ টাকা ১০ পয়সা। জানা যায়, সাভির্ল্যান্স রেটিং অনুযায়ী দীঘর্ মেয়াদে এসআইবিএলের ঋণমান ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্প মেয়াদে ‘এসটি- টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইমাজির্ন ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮১২ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা। এর রিজাভর্ ৬০৬ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ২১ লাখ ২৮ হাজার ৫০৬। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৮ দশমিক ৪০ শতাংশ, প্রতিষ্ঠান ৩৮ দশমিক ৪৮, বিদেশি ১ দশমিক ৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১ দশমিক ৭৩ শতাংশ শেয়ার।