চীন সফরে শিল্পমন্ত্রী

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট দ্বিতীয় ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্সে যোগ দিতে চীন সফরে গেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ এবং আগামীকাল ৭ ডিসেম্বর চীনের গুয়াংজুতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভোরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শিল্পমন্ত্রী। চীন সরকার ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে এর আয়োজন করেছে। তিনি এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিল্পমন্ত্রী। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দীন এনডিসি, উপসচিব মো. আবদুল ওয়াহেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, বুটিক শিল্প উদ্যোক্তা মানতাশা আহমেদ ও মরিয়াম নার্গিস, পাটপণ্য উদ্যোক্তা মোহাম্মদ জুল হোসেন জনি, কণ্ঠশিল্পী মনির হোসেন ও নৃত্যশিল্পী হেনা হোসেন প্রতিনিধিদলে রয়েছেন। উলেস্নখ্য, সম্মেলনে বাংলাদেশকে 'সম্মানিত অতিথি রাষ্ট্রে'র মর্যাদা দেয়া হয়েছে। এর ভিত্তিতে সম্মেলনস্থলে বাংলাদেশি ডিজিটাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশের নৃত্য, গানসহ সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকান্ড উপস্থাপন এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ওয়্যার ইত্যাদি প্রদর্শন করা হবে।