ব্যাংক এশিয়ার বার্ষিকী উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্যাংক এশিয়ার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিনে (৪ ডিসেম্বর ২০১৯) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ। সম্মানিত অতিথি হিসেবে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ব্যাংকের হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জিয়া আরফিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, বাংলাদেশ টেলিভিশন, জাতীয় বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক রুবাইয়াত রাকিব এবং ব্যাংক এশিয়া ডিবেটিং ক্লাবের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম সিকদার এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক তথ্যপ্রযুক্তি, অর্থনৈতিক অগ্রগতি, আগামীর ব্যাংকিং সেবা প্রভৃতি বিষয়ে ব্যাপক ধারণা সৃষ্টি এবং এতদসংক্রান্ত বিষয়ে তাদের জানাশোনার পরিধি বৃদ্ধি করার লক্ষ্যেই এ আয়োজন। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি