প্রেফারেন্স শেয়ার ছাড়বে মেঘনা সিমেন্ট

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
মূলধন বৃদ্ধির জন্য প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ছাড়বে সিমেন্ট খাতের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। সম্পূণর্ রিডেমেবল হিসেবে প্রেফারেন্স শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রেফারেন্স শেয়ার ছেড়ে উত্তোলিত অথের্ মেঘনা সিমেন্ট উৎপাদন ক্ষমতা বাড়াবে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কোম্পানিটি এ সংক্রান্ত পরবতীর্ পদক্ষেপ গ্রহণ করবে। ফান্ডটি সংগ্রহ করার জন্য প্রধান আয়োজক এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে। অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুসারে প্রথম তিন প্রান্তিকে (জুলাই ১৭-মাচর্ ১৮) মেঘনা সিমেন্টের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৭ পয়সা। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এ কোম্পানি। এ সময় ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা ও এনএভিপিএস ৩৬ টাকা ৭১ পয়সা। এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। রিজাভের্ রয়েছে ৬০ কোটি ১০ লাখ টাকা। এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৪০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৪৯ দশমিক ৮১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫০ দশমিক ১৯ শতাংশ শেয়ার।