আতাউর রহমান প্রধান পিডিবিএলের চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আতাউর রহমান প্রধান পিডিবিএলের চেয়ারম্যান নির্বাচিত
'প্রাইমারী ডিলারস বাংলাদেশ লিমিটেড'র (পিডিবিএল) পর্ষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে পিডিবিএলের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিডিবিএলের সদস্য ১৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/সিইও ও তাদের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রেজারি প্রধানরা উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড মানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় পিডিবিএলের ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, আয় ব্যয় বিবরণী বিবেচনা এবং গ্রহণের জন্য উপস্থাপন করা হলে তা পর্যালোচনান্তে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া ২০১৯ সালের জন্য নিরীক্ষক হিসাবে মালেক সিদ্দিকী ওয়ালী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে অনুমোদন প্রদান করা হয়। সভায় ১৩ সদস্যবিশিষ্ট পিডিবিএলের বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচন করা হয়। বোর্ড অব ডাইরেক্টরসের সদস্যরা হলেন : সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড; সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক লিমিটেড; প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, যমুনা ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক; ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রাইম ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, উত্তরা ব্যাংক লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি