ভারতে শক্তিশালী চাহিদায় সেবা খাতে প্রবৃদ্ধি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক গত নভেম্বরে প্রবৃদ্ধিতে ফিরেছে ভারতের প্রভাবশালী সেবা খাত। নতুন ব্যবসাগুলো চাঙা হয়ে ওঠায় নভেম্বরে চার মাসের মধ্যে দ্রম্নততম হারে সম্প্রসারিত হয়েছে খাতটি। দ্য নিক্কেই/আইএইচএস মার্কিট সার্ভিসের জরিপে গত মাসে সেবা খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৫২ দশমিক ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। অক্টোবরে এ খাতের পিএমআই ছিল ৪৯ দশমিক ২০ পয়েন্ট। পিএমআই ৫০ পয়েন্টের নিচে থাকলে তা সংকোচন এবং উপরে থাকলে সম্প্রসারণ নির্দেশ করে। সেবা খাতের চাঙ্গা ভাবের খবরটি তখনই এল, যখন সর্বশেষ সরকারি উপাত্তে জানা গেছে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ৪ দশমিক ৫০ শতাংশে নেমে এসেছে। ২০১৩ সালের পর সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে গেল এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিটি। চলতি বছর ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) পাঁচবার সুদহার কমিয়েছে এবং আবার সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে বলে রয়টার্স এক পূর্বাভাসে জানিয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড