জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রি বেড়েছে

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
নভেম্বর পর্যন্ত তিন মাসে টাটা মোটরসের মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) বিক্রি বেড়েছে। বিক্রি বাড়ায় কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে। এদিকে বিক্রিতে চাঙা ভাব দেখা দেওয়ায় গত তিন মাসে টাটার শেয়ারদর বেড়েছে ৩৭ শতাংশ। ৪ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর ৫২ সপ্তাহ নিম্নমুখী ছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড। গত এক বছরের তুলনায় বর্তমানে জেএলআরের অবস্থা অনেক ভালো। চলতি বছরের জুন ও অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মাসওয়ারি বিক্রি নিম্নহারে বাড়ে। এদিকে গত চার মাসে চীন ও উত্তর আমেরিকার বাজারে বিক্রি বেড়েছে খানিকটা শ্লথহারে। এ সময় কোম্পানিটির মোট গাড়ি বিক্রির ৪৫ শতাংশ হয়েছে ওই দুই বাজারে। অন্যদিকে চীনে জেএলআরের গাড়ি মজুদ ২০১৭ সালের পর সর্বনিম্নে নেমে এসেছে, যা কোম্পানিটির জন্য বিশেষ সুখবর। কোম্পানিটির বিক্রি বৃদ্ধি সম্পর্কে মতিলাল ওসওয়্যাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রতিবেদনে বলা হয়েছে, জেএলআর সম্প্রতি ডিলারদের মুনাফার দিকে মনোযোগ বাড়িয়েছে। এছাড়া চীনের বাজারে ব্র্যান্ডকে গুরুত্ব দিয়ে ক্রেতাদের আকর্ষণের নতুন কৌশল একই কোম্পানির অন্য গাড়িগুলোর তুলনায় জুনে জেএলআরের বিক্রি চাঙা হয়েছে বলেও উলেস্নখ করা হয়েছে প্রতিবেদনটিতে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন মডেলের উদ্বোধনও কোম্পানিটির বিক্রি বাড়াতে সহায়তা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় বাজারটিতে গত নভেম্বরে কোম্পানিটির বিক্রি ৬ শতাংশ বেড়েছে। উলিস্নখিত বাজারগুলোয় জেএলআরের বিক্রি বাড়লেও যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে ব্র্যান্ডটির বিক্রি শ্লথ রয়েছে। ব্রেক্সিট অনিশ্চয়তার কারণে বাজারগুলোয় বিক্রিতে মন্দা অব্যাহত রয়েছে।