লভ্যাংশ দেবে না ফ্যামিলিটেক্স

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ফ্যামিলিটেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ না করায় কোম্পানিটির শেয়ারকে বিদ্যমান 'বি' থেকে 'জেড' ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ৮ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আলোচ্য সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের বিমানবন্দর সড়কে অবস্থিত রেশমি কমিউনিটি সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। সমাপ্ত হিসাব বছরে ফ্যামিলিটেক্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৬৩ পয়সা।