রংপুর বিভাগের সর্বোচ্চ মূসক

সম্মাননা পাচ্ছে ১৮ প্রতিষ্ঠান

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর বিভাগের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ১৮টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে তাদের সম্মাননা প্রদান করা হবে। এ সংক্রান্ত এশটি গ্রেজেটও প্রকাশ করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে রয়েছে ১৮টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- কুড়িগ্রাম সদরের মেসার্স জলিল বিড়ি, নাসির অ্যান্ড কোম্পানি, টেরডেস হোমস গেস্ট হাউজ, গাইবান্ধা গোবিন্দগঞ্জের মেসার্স বাজাজ প্যালেস, গাইবান্ধা সদরের এসকেএসইন, ঠাকুরগাঁও সদরের এ রউফ ট্রেডার্স, গোওসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দিনাজপুর সদরের কিউভিসি বিডি লিমিটেড, নুর মটরস, জুয়েল টেডার্স, নীলফামারী সদরের সানিটা সিরামিক (টাইলস ইফনিট) প্রাইভেট লিমিটেড, মেসার্স আলহাজ কুতুব অ্যান্ড সন্স, পঞ্চগড় তেঁতুলিয়ার ম্যাক্স প্রি-স্ট্রেস লিমিটেড, পঞ্চগড় বোদার আশা এন্টারপ্রাইজ, রংপুরের হারাগাছ কাউনিয়ার মায়া বিড়ি, রংপুর নগরীর ওয়ালট পস্নাজা, নগরীর ধাপ এলাকার আডিআরএস গেস্ট হাউস ও লালমনিরহট কালীগঞ্জ ভোটমারীর আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিেিটড। এদিকে আজ মঙ্গলবার সকাল ১১টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের কমিশনার শওকত আলী সাদী জানান, ভ্যাট পরিশোধকারীদের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা দেওয়া হচ্ছে।