পুঁজিবাজারে বড় ধরনের দরপতন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে আবার বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে নেমে এসেছে তিন বছর আগের অবস্থানে। সূচকটি আজ কমেছে ৬২ পয়েন্ট। অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। এর আগে ২০১৬ সালে ৩১ অক্টোবর সূচকটি কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫১ পয়েন্ট। ডিএসইতে এদিন মোট লেনদেনের পরিমাণ গতকালের চেয়ে আরও কমেছে। গতকাল মোট লেনদেন হয়েছে ২৭৫ কোটি ২৯ লাখ টাকা। গত রোববার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৩টির।