ডিএসইর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নিতে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, মনোনয়নপত্র সংগ্রহের জন্য সময় নির্ধারিত ছিল ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। যারা সংগ্রহ করেছেন তারা হলেন- দেশা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল, শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী ও জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। এই নির্বাচনে প্রতিষ্ঠানটির দু'জন শেয়ারহোল্ডার-পরিচালক নির্বাচন করা হবে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কিছুদিনের মধ্যে দু'জন শেয়ারহোল্ডার পরিচালকের পদ শূন্য হবে। বিধি অনুসারে যে দু'জন পরিচালক অবসর নেবেন তারা হচ্ছেন-এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র?্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া। উলেস্নখ্য, ২৫ হাজার টাকা ফি প্রদানের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ ছিল। এজন্য সময় নির্ধারিত ছিল ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামীকাল ১২ ডিসেম্বর, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের করা যাবে ১৯ ডিসেম্বর। এছাড়া নির্বাচনে ভোটার তালিকা গত ৮ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য ইলেকশন কমিশনে ১০ ডিসেম্বর আবেদন করার সময় ছিল। আর এ সংক্রান্ত শুনানিও আগামীকাল ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুনানি শেষে একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৯ ডিসেম্বর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ।