বাংলাদেশ ব্যাংকে বিদু্যৎ বিভ্রাট

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট কয়েক ঘণ্টা বিদু্যৎহীন অবস্থায় ছিল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ৩০তলা ভবন বিদু্যৎহীন অবস্থায় থাকে। ফলে ভবনটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সকালে কয়েক ঘণ্টা কাজ করতে পারেননি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদু্যৎ না থাকায় সকাল থেকেই বন্ধ ছিল লিফট। ফলে ওপরের তলার কর্মকর্তারা ভবনে উঠতে না পেরে নিচে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ। কেউ কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠলেও বিদু্যতের অভাবে কাজ করতে পারেননি। তবে দুপুর দেড়টার দিকে চালু হয় লিফট। এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান বলেন, বিদু্যৎ সরবরাহে ডিপিডিসি থেকে কোনো ত্রম্নটি বা সমস্যা নেই। আমাদের বিদু্যৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের সু্যয়ারেজ লাইন পরিষ্কারের কাজ করছে। তাই হয়তো ব্যাংকের পক্ষ থেকে বিদু্যৎ বন্ধ রাখা হয়েছে। তারপরও আমরা আমাদের স্টাফ পাঠিয়েছি সেখানে। বিদু্যৎ সংক্রান্ত যেকোনো সমস্যা থাকলে তারা সহযোগিতা করবে।