বিদেশগামী কর্মীদের জীবন বিমার জন্য চুক্তি

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ১১ ডিসেম্বর বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশগামী কর্মীদের জন্য জীবন বীমা পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড ও জীবন বীমা কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে মাননীয়মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশন এর চেয়ারম্যান শেলীনা আফরোজা (পিএইচডি) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. মো. মোশাররফ হোসেন, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জীবন বীমা কর্পোরেশন এর মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হকসহ জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ চুক্তির মাধ্যমে সরকারের ঝউএ (ংঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষ) লক্ষ্যমাত্রা পূরণের একটি ধাপ পূর্ণ হবে। সকল প্রবাসী কর্মীকে স্বল্প প্রিমিয়ামে যথাক্রমে ২ লাখ টাকা এবং ৫ লাখ টাকা বিমার আওতায় আনা হবে। বিমা দুটি অনলাইন ইন্সু্যরেন্স সিস্টেমে পরিচালিত হবে। এর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন এক নতুন যুগে প্রবেশ করল। বিজ্ঞপ্তি