ঈদে ওয়ালটনের গøাস ডোর ও ডিপ ফ্রিজের ব্যাপক সাড়া

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
আর ক’দিন পরেই ঈদুল আজহা বা কোরবানি ঈদ। কোরবানির মাংস সংরক্ষণের পাশাপাশি সারা বছরের প্রয়োজন মেটানোর তাগিদে এ সময়ে ফ্রিজ কেনেন ক্রেতারা। তাই কোরবানি ঈদের আগে দেশে ফ্রিজ বিক্রি ও চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এই ঈদে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে ওয়ালটন ফ্রিজ। গ্রাহক পছন্দের শীষের্ উঠে এসেছে ওয়ালটনের টেম্পারড গøাস ডোরের ফ্রস্ট রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ। সূত্রমতে, কোরবানি ঈদে ফ্রিজের বাড়তি চাহিদা ঘিরে ৫ লাখ ফ্রিজ বিক্রির টাগের্ট নিয়েছিল ওয়ালটন। টাগের্ট পূরণে ১৪৫ মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, স্মাটর্ এবং ডিপ ফ্রিজ বাজারে ছেড়েছে দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। এরমধ্যে নতুন এসেছে ৫৩ মডেলের ফ্রিজ। এসব ফ্রিজের মধ্যে ব্যাপক গ্রাহকপ্রিয়তা অজর্ন করেছে চোখ ধঁাধানো ডিজাইনের টেম্পারড গøাস ডোরের ফ্রিজ। পাশাপাশি ঈদকে ঘিরে ওয়ালটন ডিপ ফ্রিজের বিক্রিও ব্যাপক বেড়েছে। ফলে এরইমধ্যে কোরবানি ঈদে ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দেশীয় প্রতিষ্ঠানটির। কতৃর্পক্ষের প্রত্যাশাÑফ্রিজ বিক্রির ধারাবাহিকতা বজায় থাকলে ঈদ শেষে বিক্রি ৬ লাখে পেঁৗছবে। এদিকে ‘ঈদের খুশি জমবে ভারি, নতুন গাড়ির ছড়াছড়ি’Ñএই ¯েøাগানে গত গত ১ জুলাই থেকে দেশব্যাপী ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন নতুন গাড়ি, ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য সম্পূণর্ ফ্রি। ওইসব সুবিধা না মিললেও পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক। ক্রেতারা এসব সুবিধা পাবেন আগামী কোরবানি ঈদ পযর্ন্ত। জানা গেছে, ঈদ মেগা ক্যাম্পেইনের আওতায় এখন পযর্ন্ত ফ্রিজ কিনে নতুন গাড়ি পেয়েছেন মোট ৪ জন। গাড়ি পাওয়া ক্রেতারা হচ্ছেন ঢাকার পুলিশ কনস্টেবল আরাধন চন্দ্র সাহা, চট্টগ্রামের গৃহিণী সীমা শীল, রংপুর পীরগঞ্জের কৃষক টিটু মিয়া ও চট্টগ্রাম রাঙ্গুনিয়ার টিশু দাশ। ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার বলেন, এবারের কোরবানি ঈদে গ্রাহক চাহিদার শীষের্ রয়েছে ওয়ালটনের ১২৬ থেকে ২৯৫ লিটারের ফ্রিজগুলো। বিশেষ করে মোট ফ্রিজ বিক্রির ৬০ শতাংশের বেশি বিক্রি হচ্ছে টেম্পারড গøাস ডোর মডেলের ফ্রিজগুলো। পাশাপাশি আশাতীত বিক্রি হচ্ছে ওয়ালটনের ডিপ ফ্রিজগুলো। বিক্রির বতর্মান ধারা অব্যাহত থাকলে ৬ লাখের মতো ফ্রিজ বিক্রি হবে বলে তিনি আশাবাদী। বিপণন কমর্কতার্রা জানান, ঈদ উপলক্ষে বাজারে আসা ১৪৫ মডেলের ফ্রিজের মধ্যে রয়েছে ১০৩ মডেলের ফ্রস্ট ফ্রিজ, ৩১ মডেলের নন-ফ্রস্ট ফ্রিজ ও ১১ মডেলের ডিপ ফ্রিজ। এরমধ্যে ফ্রস্ট ফ্রিজে নতুন এসেছে ৪১টি মডেল, নন-ফ্রস্টে ৮টি মডেল এবং ডিপ ফ্রিজে ৪টি মডেল।