চাহিদার শীর্ষে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে গত সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। ফলে সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে। মূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছে। ফলে সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকা। এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৯ দশমিক শূন্য ৭ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৯ টাকা ৪০ পয়সা। ডিএসইর তথ্যানুযায়ী, কোম্পানিটির ৪১ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৩৩ দশমিক ৮৮ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৪১ শতাংশ শেয়ার আছে। ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড এর পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল 'জেড' গ্রম্নপের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ। এর পরেই রয়েছে মোজাফফর হোসেন স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।