মধ্যপ্রাচ্য সংকটে চাঙা হয়ে উঠেছে স্বর্ণের বাজার

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মার্কিন বিমান হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকান্ড তেহরান-ওয়াশিংটনের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক রাজনীতিতে। এর প্রভাব পড়েছে পণ্য বাজারে। সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি স্বর্ণের দামও বাড়তে শুরু করেছে। এরই মধ্যে মূল্যবান ধাতুটির দাম বেড়ে ছয় বছরের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা সহসাই প্রশমিত হওয়ার নয়। এ কারণে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম আরও বাড়তে পারে। খবর বস্নুমবার্গ ও রয়টার্স। শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে ইরানের রেভলু্যশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের তারকা জেনারেল কাসেম সোলাইমানির গাড়িবহরে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে নিহত হন দীর্ঘদিন ধরে পেন্টাগনের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ইরানি জেনারেল সোলাইমানিসহ কয়েকজন। মার্কিন হামলায় কাসেম সোলাইমানির মৃতু্যর পরপরই অস্থির হতে শুরু করে মূল্যবান ধাতুর বাজার। সর্বশেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এ সময় প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য দাঁড়ায় ১ হাজার ৫৫৩ ডলার ৫২ সেন্টে। বিগত ছয় বছরের মধ্যে গত সেপ্টেম্বরে স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চে উঠেছিল। ইরান ইসু্যতে সৃষ্ট উত্তেজনার জের ধরে এদিন মূল্যবান ধাতুটির স্পটমূল্য ছয় বছরের সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এদিন স্বর্ণের স্পটমূল্য ১৮ শতাংশ বেশি ছিল। এ বিষয়ে কমার্স ব্যাংকের পণ্যবাজার-বিষয়ক বিশ্লেষক ড্যানিয়েল ব্রিজম্যান বলেন, ইরাকের মাটিতে ইরানি জেনারেলের ওপর পরিচালিত মার্কিন বিমান হামলা স্বর্ণের বাজারকে চাঙ্গা করে তুলেছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। অস্থির হয়ে উঠতে পারে পুরো অঞ্চল। এর ফলে স্বর্ণের বিদ্যমান চাঙ্গা ভাব দীর্ঘমেয়াদে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি আসায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরালো করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ইরাক ও কুয়েতের ঘাঁটিতে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। এ ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তুলবে। স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান অলি হানসেন বলেন, গত বছরের শেষভাগে বৈশ্বিক অর্থনীতির শ্লথগতি স্বর্ণের বাজারে উদ্বেগ তৈরি করেছিল। তবে নতুন বছরের শুরুতেই ইরান ইসু্যতে ভূরাজনৈতিক উত্তেজনা বাজার পরিস্থিতি চাঙ্গা করে তুলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধিতে উত্তেজনা বাড়লে বিদ্যমান চাঙ্গা ভাব সহসাই কমবে না বলে মনে করা হচ্ছে।