ফাইভজি, এআই ও আইওটি প্রযুক্তি ৭১৮ কোটি ডলার বিনিয়োগ করবে শাওমি

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা শাওমি পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) মতো প্রযুক্তিতে আগামী পাঁচ বছরে ৫ হাজার কোটি চাইনিজ ইউয়ান (৭১৮ কোটি ডলার) বিনিয়োগ করবে। এসব প্রযুক্তি খাতে তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে বড় অংকের এ বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা চিঠিতে জানান, তারা আগামী পাঁচ বছরে ফাইভজি, এআই ও আইওটির মতো ক্রমবর্ধমান নতুন প্রযুক্তিতে উলিস্নখিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগ বিষয়ে কর্মপন্থা নির্ধারণে কাজ করছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতে এ বিনিয়োগ শাওমির উপস্থিতি দৃঢ় করবে। নতুন বিনিয়োগ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তিনি বলেন, আমরা শাওমির অগ্রগতি ধরে রাখা এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনতে কাজ করছি।