গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ইয়াসির আজমান
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। তিনি এই পদে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়োগ পেয়েছেন। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে ১ ফেব্রম্নয়ারি থেকে সিইও পদে নিয়োগ দিয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিইও হিসেবে নিযুক্ত হওয়ার আগে ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে থেকে ডেপুটি সিইও ও সিএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন আজমান। এর আগে আজমান টেলিনর গ্রম্নপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।