অপসো স্যালাইনের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের অন্যতম প্রবৃদ্ধিশীল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন লিমিটেডের 'বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০' গত ১৬ জানুয়ারি 'কৃষিবিদ ইনিসটিটিউশন, বাংলাদেশে (কেআইবি)' অনুষ্ঠিত হয়। অপসো স্যালাইন লিমিটেড এলভিপি, মেডিকেল ইকুইপমেন্ট এবং অফথালমিক ওষুধ উৎপাদনে এক বিশেষায়িত প্রতিষ্ঠান এবং আইএমএস-এর (৩য় কোয়ার্টার, ২০১৯) রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ছিল উলেস্নখযোগ্য, যা আসন্ন বছরগুলোতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব খান, মহাব্যবস্থাপক বিক্রয় ও বিপণন মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার, সিনিয়র ব্যবস্থাপক, বিক্রয় বিভাগ কাজী মনির আহমেদ, উপব্যবস্থাপক, পণ্য ব্যবস্থাপনা বিভাগ মীর নাজমুল হাসান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার ২০১৯ সালের বিক্রয়ের বিভিন্ন দিক এবং ২০২০ সালের বিক্রয় ও বিপণন পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। বিজ্ঞপ্তি