ঝালকাঠিতে নারী উদ্যোক্তা ও ব্যাংকারদের মতবিনিময় সভা ও স্পটলোন বিতরণ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঝালকাঠির নারী উদ্যোক্তারা স্পটলোন গ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসা প্রসারের সুযোগ পেলেন। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করণে বাংলাদেশ ব্যাংকের চলমান পদক্ষেপের অংশ হিসেবে এই জেলায় ব্যাংকার এবং নারীদের মধ্যে একটি কনফারেন্সও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার স্বপন কুমার বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক দুইজন নারী উদ্যোক্তা শান্ত নারানী দে এবং তিথি রায়কে স্পটলোন বিতরণ করে। ঝালকাঠি জেলায় নারী উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান নারী উদ্যোক্তাদের উৎসাহ ও উদ্দীপনা প্রদানের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া ঝালকাঠি জেলা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ও ব্যাংকিং বিষয়ক জ্ঞান বৃদ্ধি, পছন্দ অনুযায়ী শিল্প, সেবা, ব্যবসা কার্যক্রম নির্বাচন, মূলধন সংগ্রহ ও ব্যবস্থাপনা, ব্যবসায় পরিচালনাসহ সাবিক বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকসহ ঝালকাঠিতে অবস্থানরত ১৭টি ব্যাংক অংশগ্রহণ করে। এ অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তাদের ২০ লাখ টাকার বেশি স্পট লোন বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, ঝালকাঠি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ঝালকাঠি চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ সালাহ উদ্দিন আহমেদ সালেক, ব্র্যাক ব্যাংক এর বরিশাল অঞ্চলের টেরিটরি ম্যানেজার মো. নাজমুল হক, ব্র্যাক ব্যাংক এর বরিশাল শাখার ম্যানেজার শামিউল ইসলাম শামীম এবং অন্যান্য ব্যাংকের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি